আঞ্চলিক

তালায় বিবাহের প্রলোভনে তরুণীকে ধর্ষণ শামীম গ্রেফতার

 অনলাইন ডেস্ক আজকের তালা ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১১:০০:৪৬

তালায় বিবাহের প্রলোভনে তরুণীকে ধর্ষণ শামীম গ্রেফতার

জোয়ার্দার ফারুক হোসেন
তালা সাতক্ষীরা প্রতিনিধি :
বিবাহের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গুচ্ছগ্রামের মোঃ: শামীম হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী তরুণী রবিবার তালা থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ শামীমকে আটক করে এবং সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিবাহের আশ্বাসে দীর্ঘদিন ধরে তরুণীকে ধর্ষণ করে আসছিল শামীম। বর্তমানে ভুক্তভোগী চার মাসের অন্তঃসত্ত্বা। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর 27

Sponsered content