অনলাইন ডেস্ক আজকের তালা ১১ এপ্রিল ২০২৫ , ২:৫৭:৩৫
মো: শামীম হোসেন, তালা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের হস্তক্ষেপে তালায় সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রক্রিয়াধীন রয়েছে বলে জানালেন সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন। শুক্রবার ( ১১ এপ্রিল) বিকালে এই খাসজমি উদ্ধার কায্য পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন, শেখ মিজানুর রহমান সহকারী কমিশনার ভুমি তালা সদর ইউনিয়ন। উদ্ধারকৃত খাস জমি তালা মৌজার খাস খতিয়ানের ১২৫ দাগের জমির পরিমান পশ্চিমে ৩০ ফুট, উত্তরে ৭০ ফুট, পূর্বে ৭০ ফুট, দক্ষিণে ৬৩ ফুট জমি উদ্ধার করা হয়। জমিটি জবর দখলকারী ব্যক্তি হলেন
তালা হাসপাতালের দক্ষিণ পাশে আশ্রিত আনার আলী রিফুজির ছেলে আব্দুল জলিল। উদ্ধার কায্য পরিচালনার সময় শত শত উৎসুক তাদের দাবি আদায়ের জন্য ভিড় জমায়।
এব্যপারে স্থানীয় এলাকাবাসী জানান, জমিটি দীর্ঘ দিনের খাস জমি। সেখানে ৩ টি লাশ দিফন করা আছে। যে কবর স্থানটি জলিল দখল করে রেখেছে। শুধু এই নয় তার পাশের আইলেল ৪ শতক জমি জালিয়াতি এবং ৪ শতক জমি জবর দখল করে রেখেছে। যার জন্য উক্ত জমির মালিকগন আদালতে মামলাও করেছে জলিলের নামে। এসময় উপস্থিত শত শত জনতা জেলা প্রশাসক মহোদ্বয়ের নিকট অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এব্যাপারে তালা সদর ইউনিয়ন সহকারী কমিশনার শেখ মিজানুর রহমান জানান, আমরা সরকারি সম্পত্তি উদ্ধার করেছি এবং অতি দ্রুত যাতে উচ্ছেদ কায্যক্রম শুরু হয় সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং আমাদের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট সকল কাগজপত্র দিয়ে জোর সুপারিশ করব।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভুমি অফিসের সার্ভয়ার মোঃ মিরাজ হোসেন জানান, আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদ্বয়ের নির্দেশনায় এখানে এসেছি আমাদের সরকারি খাস খতিয়ানের তালা মৌজার ১২৫ দাগের জমি উদ্ধার করে সীমানা নির্ধারণ করার জন্য। যেটি উপস্থিত শত শত জনতার সহযোগিতায় আমরা ৪ টি সীমানা পিলার দিতে পেরেছি। যার চৌহদ্দী পশ্চিমে ৩০ ফুট, উত্তরে ৭০ ফুট, পূর্বে ৭০ ফুট, দক্ষিণে ৬৩ ফুট জমি আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্ভেয়ার মিরাজ হোসেন বলেন, বর্তমান জেলা প্রশাসক স্যার একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ। তিনি প্রাথমিক ভাবে সরকারি খাস সম্পত্তি উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দশ দিয়েন। এবং এই অবৈধ স্থাপনার ফাইলটি উচ্ছেদ প্রক্রিয়াধীন রয়েছে।