আঞ্চলিক

তালা প্রেসক্লাবে বৈসম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার সংবাদ সম্মেলন

 অনলাইন ডেস্ক আজকের তালা ৩ মে ২০২৫ , ৬:৫৮:৪২

তালা প্রেসক্লাবে বৈসম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার সংবাদ সম্মেলন

তলা ( সাতক্ষীরা ) প্রতিনিধি : তালায় বৈসম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: আব্দুল কাদেরের বিরুদ্ধে মিথ‍্যা চারের প্রতিবাদে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩ মে ) দুপুরে তালা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন, কেন্দ্রীয় শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সংগঠক মো:আব্দুল কাদের শেখ।
‎‎লিখিত বক্তব‍্যে মো:আব্দুল কাদের শেখ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পুর্ন মিথ‍্যা ভিত্তিহীন ও বানোয়াট। একটা গণতন্ত্রগামী রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন, অগ্রযাত্রা, সকল ভালো দিক সকল কিছুই জনগণ তথা বহির্বিশ্বে পৌঁছায় যার দরুন মিডিয়ার কর্তব্য সকল সময় সঠিক ও নির্ভুল তথ্য জন সম্মুখে প্রকাশ করা। এ কথা যেমন রাষ্ট্রের জন্য প্রযোজ্য তেমন ব্যক্তিক্ষেত্তে ও সঠিকভাবে এর কথা প্রতিফলন যোগ্য। তবে বর্তমানে অনেক দলন্ত ও পতিত ফ্যাসিস্ট সরকারের মদত পুষ্টমিডিয়া ব্যক্তিত্বের কারণে আজ এই মহান পেশাটি তার গৌরব উজ্জ্বল অতিত হারানো দারপ্রান্তে।
‎‎তিনি আরো বলেন, যেখানে আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে পতিতো সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং বর্তমানেও আমি ও আমার তালা উপজেলার একজন কেন্দ্রীয় অন্যতম শাখার শহীদ সোহরাওয়ার্দী কলেজ সংগঠক হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ব্যতীত সকল পর্যায়ে ছাত্রদের নিয়ে সুন্দর সমাজ বিনির্মাণে ব্যস্ত সময় পার করছি। সেখানে এ ধরনের অপপ্রচার ও মিথ্যা অভিযোগ আমাদেরকে পিছনদিকে আটকে ধরার নামান্তর। এক্ষেত্রে আমার নামে আনিত অভিযোগ যেমন :ছাত্রলীগের পুনর্বাসন(যা আমার আদর্শ ও কর্মকাণ্ডের সম্পূর্ণ বিপরীত), বণিক সমিতি দখল(বর্তমানে বণিক সমিতি সরাসরি প্রশাসনের সহযোগিতায় চলছে,এর পূর্বে বণিক সমিত ফাসিস্টদের নিয়ে তৈরি ছিলো),মুক্তিযোদ্ধা ভবন তালা দেওয়ার ব্যাপার ( এই ভবন উদ্ভাবনের পর কখনো কোন ধরনের কার্যক্রম চালু হয় নাই এ বিষয়ে যে সকল অভিযোগ ও মিথ্যাচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন প্রণীত যার সকল প্রমাণ কথোপকথন, রেকর্ডিং আমার নিকট বিদ্যমান।
‎‎আব্দুল কাদের আরো বলেন, আমার সম্পর্কে যে প্রেজ রিলিজ হয়ছে তা সম্পর্ন বানোয়াট যারা এটা করছে তারা বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এর কেউ না। আমরা সবাই জানি এতি মধ্যে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এর সম্বনয়ক বা প্রতিনিধি পরিচয় দিতে পারবে না তবে শুধু মাত্র যাদের পদ পদবী আছে তারা তাদের পদের পরিচায় দিবে। কিন্তু আমার নামে যে প্রেজ রিলিজ হয়েছে তা প্রতিহিংসা মূলক।বর্তমানে তালা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবৈধ‍্য দখল সম্পর্কে কাজ করার জন্য কিছু আমাকে দামনোর লক্ষ্য এমন নিউজ করে। এই প্রতিহিংসাকে বাদ দিয়ে জনস্বার্থে দেশের জন্য কাজ করি। তাই আমি আশা করব সমাজের সকলকে নিয়ে সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণের সামনে অগ্রসর হওয়া উচিত ! তেমন সকলের প্রতি অনুরোধ সকল প্রকার সাংবাদিক মিডিয়া কর্মী, সকল পর্যায়ের জনগন, ছাত্রদের সাথে নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি এই মর্মে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
‎‎এই বিষয়ে সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এর সংগঠক জনাম মোস্তাফিজুর রহমান ও জেলা যুগ্ম আহ্বায়কের কাছে এই বিষয়ে জিজ্ঞেসা করলে তাঁরা বলেন আমরা এই বিষয়ে কিছু জানি না ও আমাদের কাছে এই বিষয়ে কোন নিদিষ্ট প্রমান নেই যে বা যারা এগুলো করেছেন তারা এই প্লাটফর্মকে বিতর্ক করার চেষ্টা করছে। আব্দুল কাদেরকে বহিস্কার করলে কেন্দ্র থেকে আমাদের কাছে চিঠি আসবে কিন্তু আমরা তেমন কোন আলামত পাইনি।
‎ তালা উপজেলার বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনে নেতৃত্ব দান কারি বর্তমানে কমিটি ছাড়া সকল ছাত্র জনগণকে নিয়ে সংগঠক এর দায়িত্ব পালন করছেন শাহা জালাল আহমেদ রুমি তার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার উপজেলা নিয়ে কাজ করছি কিন্তু এই বিষয়ে আমি কিছু জানিনা তবে বর্তমানে একটা খাস জমি যা ১৭ বছর ধরে আওয়ামী লীগের দোষরা দখল করে রাখছে। বর্তমানে সেখান দিয়ে একটা ড্রেন নির্মানের কাজ চলোমান যা একটি জনস্বার্থের জন্য আমরা বিভিন্ন অফিস আদালতে ছোটাছুটি করছি এর জন্য এই আওমীলীগের দোষরা আমাদেরকে কোন ভাবে আটকাতে না পেরে বিভিন্ন অপপ্রচার চালানো শুরু করছে এর তীব্র নিন্দা জানাই।

আরও খবর 27

Sponsered content