অনলাইন ডেস্ক আজকের তালা ২৭ অক্টোবর ২০২৫ , ৬:৩৬:৫৫

নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের ধারালো অস্ত্রের আঘাতে এক ছাত্রের মা গুরুতর আহত হয়েছেন। আহত নারী বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার আড়ংপাড়া আকিজ কওমিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মামলার বাদী মোঃ আব্দুল হাকিম শেখ জানান, তার ছেলে ওবাইদুল্লাহ (৫) মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র। পড়া না পারায় শিক্ষক হুজাইফা শিশুটিকে মারধর করেন এবং বিষয়টি জানাতে শিশুর পরিবারের মেহেরুন নেছা ও লিমা খাতুনকে মাদ্রাসায় আসতে বলেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর পিতা মামলা দায়ের করেছেন। শিক্ষক হুজাইফা আটক হয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।