অনলাইন ডেস্ক আজকের তালা ৩ নভেম্বর ২০২৫ , ২:১৮:৪০
মো: শামীম হোসেন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা
করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাতক্ষীরার চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব,সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) চেয়ারম্যান আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-৪ (শ্যামনগর): জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।