অনলাইন ডেস্ক আজকের তালা ২ মার্চ ২০২৫ , ৯:৫৭:২৫
বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর-আলিয়া ভাট। তাদের একমাত্র মেয়ে রাহা। প্রায় সময় মেয়ের সঙ্গে দেখা মিলে এই তারকা জুটির। স্টার কিড হওয়ার কারণে রাহার জনপ্রিয়তা আছে ভক্তদের মাঝে। প্রায় সময় মেয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আলিয়া। তবে হঠাৎ করে সেসব ছবি মুছে ফেলেছেন তিনি। আর এই ঘটনা নিয়ে নানান প্রশ্ন উঠেছে অভিনেত্রীর পরিবার ঘিরে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, রাহার জন্মের পর দীর্ঘদিন তার মুখ প্রকাশ্যে আনেননি আলিয়া ভাট। পরে ধীরে ধীরে মেয়ে রাহার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা শুরু করেন তিনি। অনুরাগীরাও নিয়মিত সেই ছবিগুলো দেখার অপেক্ষায় থাকতেন। কিন্তু হঠাৎ করেই বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম থেকে রাহার প্রায় সব ছবি মুছে ফেলেছেন এই বলিউড অভিনেত্রী। শুধু নতুন বছর উদযাপনের সময় রণবীর ও আলিয়ার কোলে রাহার একটি ছবি রয়ে গেছে, যেখানে তার মুখ দেখা যাচ্ছে না। জামনগর ও প্যারিসে তোলা ছবিগুলোও আর নেই ইনস্টাগ্রামে।
এই হঠাৎ সিদ্ধান্তের কারণ নিয়ে বলিউডপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। অনেকের ধারণা, নিরাপত্তার কথা মাথায় রেখেই মেয়ের ছবি সরিয়ে দিয়েছেন আলিয়া। বিশেষ করে, সম্প্রতি সাইফ আলী খানের ওপর হামলার পর বলিউডে নিরাপত্তা ইস্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, হামলাকারীরা প্রথমেই কারিনা-সাইফের ছোট ছেলে জেহর ঘরে ঢোকার চেষ্টা করেছিল। সেসময় ন্যানির সাহায্যে কোনোমতে জেহকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
এই ঘটনার পর থেকে শুধু সাইফ-কারিনাই নয়, সতর্ক হয়েছেন আলিয়াও। ধারণা করা হচ্ছে, কন্যা রাহার নিরাপত্তার কথা ভেবেই সামাজিক মাধ্যম থেকে তার ছবি মুছে ফেলেছেন তিনি।
প্রসঙ্গত, বলিউডের অন্যতম জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর ২০২২ সালের শুরুতে ভালোবেসে বিয়ে করেন তারা। একই বছরের শেষে তাদের ঘর আলো করে আসে মেয়ে রাহা। প্রায় সময় বাবা-মায়ের সঙ্গে ছোট রাহার দেখা মিলে।