অনলাইন ডেস্ক আজকের তালা ১ নভেম্বর ২০২৫ , ১:৫৩:০৩
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দ্র বাছাড় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।