আঞ্চলিক

তালায় স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী আটক।

 অনলাইন ডেস্ক আজকের তালা ২ আগস্ট ২০২৫ , ৬:২৭:৪৭

তালায় স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী আটক।

তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জেরে স্ত্রী তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে গুরুত্বর জখমের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (২ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে তালার জেঠুয়া বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহত তৃষা আক্তার খুলনার খালিশপুর এলাকার আ: করিমের মেয়ে ও ব্রাকের মাঠ সংগঠক হিসাবে তালার জেঠুয়া ব্রাঞ্চে চাকুরিরত ছিলেন।

এঘটনায় অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) আটক করেছে তালা থানা পুলিশ। তিনি মোল্লাহাট থানার নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ: সালাম ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠ সংগঠক হিসেবে জেঠুয়া ব্রাঞ্চে কর্মরত ছিলেন। স্বামী-স্ত্রী দুজনে জেঠুয়া বাজারের পাশে একটি ভাড়ার বাসায় বসবাস করতেন। বেশকিছু দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো।

এরই জের ধরে, শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর জখম করে।এসময় স্ত্রী তৃষার ডাক চিৎকারে স্থানীয়রা গিয়ে তৃষাকে দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তার শাররীক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

আরও খবর 27

Sponsered content