সাতক্ষীরার তালায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বাবুর আলী সরদার নামে এক কাঠ ব্যবসায়ী যৃবককে হত্যার উদ্দেশ্যে শুভ কর্মকার নামে এক মাদক সেবী ও ব্যবসায়ী ছুরি দিয়ে গলায় আঘাত করে তার কাছে থাকা তিন লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ঘটনাটি বুধবার ( ২রা এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার মহান্দী বাজারের রশিদের কাঠগোলার সামনে ঘটেছে। গুরুতর আহত বাবুর আলী সরদার উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের ইয়াসিন আলী সরদারের ছেলে। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তালা থানায় মামলার প্রতুস্তি চলছে।
- আহত বাবুর আলি এ প্রতিনিধিকে জানান, শুভ কর্মকার মহান্দী বাজারের একজন ঔষধ ব্যবসায়ী। তবে তার দোকানে কোন ঔষধ পাওয়া যায় না। ঔষধ ব্যবসার আড়ালে মুলত সে মাদক সেবী ও ব্যবসায়ী। সে প্রতিরাতে মহান্দী বাজার, কাঠবুনিয়া, নতলা ও খলিলনগর বাজারসহ বিভিন্ন এলাকায় মাদক (গাঁজা) সরবরাহ করে।ঔষধ ব্যবসার আড়ালে তার এই মাদক ব্যবসার প্রতিবাদ করেন কাঠ ব্যবসায়ী বাবর আলী সরদার। এতে ক্ষিপ্ত হয় শুভ।
ঘটনার দিন তিনি কাঠের টাকা নিয়ে কাঠগোলার পাশে বসে হিসাব করছিলেন। এমন সময় মহান্দী গ্রামের সুনীল কর্মকারের ছেলে শুভ কর্মকার ও তার বাহিনী নিয়ে এসে বলে, তুই আমাকে গাজা খোর বলেছিস কেন? কথা কাটাকাটির এক পর্যায়ে শুভর হাতে থাকা ছুরি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্য গলায় টান দেয় ও তার কাছে থাকা প্রায় তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলে করে পালিয়ে যায়। তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে তারা হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি তালা হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, রাতে এঘটনায় মহান্দী বাজারে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টাকালে মাদক ব্যবসায়ী শুভর পক্ষ নিয়ে আওয়ামী সন্ত্রাসী কোহিনূর, মহিনুর, রেজাউল ও কালো ছাত্তার একত্রে ভুক্তভোগী বাবুর আলীর পরিবারের উপর হামলা করেন।
এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান,এমন কোন বিষয় তার জানা নেই।তবে অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।