অনলাইন ডেস্ক আজকের তালা ২ এপ্রিল ২০২৫ , ৪:১৫:২০
সাতক্ষীরার তালা উপজেলার বিএনপির সাবেক দপ্তর সম্পাদক,তালা সদর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাস্টার আজিজুর রহমানকে দেখতে যান বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বুধবার ২ এপ্রিল বিকালে বারুইহাটি গ্রামের বাড়িতে দেখতে যান তিনি। এ সময় অসুস্থ আজিজুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন । এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন
তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুব দলের আহবায় মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম তালা থানা ছাত্রদল আহবায়ক মোঃ হাজিজুর রহমান হাফিজ সদস্য সচিব এস কে ফারুক তালা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক রিপন ইসলাম সহ শত শত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০২১ সালে মাস্টার আজিজুর রহমান ব্রেন স্ট্রোক হয়ে অসুস্থ হয়। শারীরিক জটিলতায় ভুগছেন তিনি সকলে তার সুস্থতা কামনা করেন।